ত্বকের সাথে যেভাবে মানিয়ে নেবেন কমলা লিপস্টিক
এখন ফ্যাশনটাই চলছে কমলা লিপস্টিকের। যে কোনো গায়ের রঙ এর সাথে মানানসই এই কমলা লিপস্টিক ব্যবহার করার সাহস অনেকেই পান না। এবং এটার একটাই কারণ- বেশিরভাগ মানুষ মনে করেন কমলা লিপস্টিকে তাকে মানাবে না কিংবা অদ্ভুত দেখাবে। কিন্তু বাস্তবে বিশেষ কিছু নিয়ম মেনে কমলা লিপস্টিক ব্যবহার করলে সবাইকেই দারুণ স্টাইলিশ দেখায়। জেনে নিন ত্বকের সাথে কমলা লিপস্টিক মানিয়ে নেয়ার কিছু বিশেষ উপায়।
কমলা রঙটি যেহেতু উজ্জ্বল সেহেতু কমলা লিপস্টিক ব্যবহার করলে চোখে অবশ্যই গাঢ় কোনো আই শ্যাডো ব্যবহার করা উচিত নয়। আই শ্যাডোর ক্ষেত্রে ন্যুড অথবা গোল্ডেন বেছে নিন।
মুখে হালকা বেজ ব্যবহার করতে পারেন।
ব্লাশনটাও ব্যবহার করুন হালকা রঙ এর। এক্ষেত্রে গোলাপি বেছে নেয়া একেবারেই বোকামি। ন্যুড, ব্রাউন অথবা হালকা কমলা শেড-এর ব্লাশন ব্যবহার করুন।
আই লাইনার ব্যবহার করতে পারেন ক্যাটস আই শেপে।
লিপ লাইনার বেছে নিন আপনার লিপস্টিকের চাইতে এক শেড গাঢ়।
যাদের গায়ের রঙ কিছুটা গাঢ় তারা ম্যাট কমলা লিপস্টিক ব্যবহার করুন। আর যাদের গায়ের রঙ উজ্জ্বল তারা গ্লসি লিপস্টিক ব্যবহার করতে পারেন।