এ কে খন্দকার, লতিফ সিদ্দিকী ‘বয়সপ্রতিবন্ধী’: প্রমোদ মানকিন

dd4cda005dbf86d28033910287682ec6-aaaaসমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার ও সদ্য অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ‘বয়সপ্রতিবন্ধী’ বলে আখ্যায়িত করেছেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে প্রতিবন্ধিতা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

প্রমোদ মানকিন বলেন, ‘প্রতিবন্ধিতা অনেক ধরনের। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মতো বয়সপ্রতিবন্ধীও রয়েছেন। এই যে একজন “১৯৭১: ভেতরে ও বাইরে” নামের একটা বই লিখেছেন। বলেছেন, বঙ্গবন্ধু নাকি জয় পাকিস্তান বলেছেন। উনি সেখানে ছিলেন না, ভাষণ শোনেননি। আর লতিফ সিদ্দিকী কী বললেন? বিশ্বাসী মানুষ এমন কথা বলতে পারে? উনারা আসলে বয়সপ্রতিবন্ধী হয়ে গেছেন।’

জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা আয়োজিত সেমিনারের বিষয় ছিল ‘সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণ’।

প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের মধ্যে অপার সম্ভাবনা আছে। তাদের উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা চলছে। কাউকে উন্নয়নের মূলধারার বাইরে রাখা হবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন অ্যাকশন অন ডিজএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের দেশীয় পরিচালক মো. শফিকুল ইসলাম, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল হাই প্রমুখ।

আলোচনা সভায় আলোচকেরা প্রতিবন্ধীদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend