চুলের আগা ফাটা সমস্যার সব চাইতে কার্যকরী ঘরোয়া সমাধান

hair6চুলের আগা ফাটা সমস্যা সব চাইতে বড় একটি সমস্যা। কারণ এতে করে চুল বড় হওয়ার সুযোগ পায় না। এবং চুলের আগা ফেটে থাকে বলে দেখতেও বেশ বিশ্রী লাগে। লালচে হয়ে থাকে চুলের আগা এবং কোনো ধরণেরই হেয়ার স্টাইল চুলে ভালো লাগে না।
হেয়ার এক্সপার্টদের মতে চুলের আগা ফাটার মূল কারণ চুলে প্রয়োজনীয় পুষ্টির অভাব এবং অতিরিক্ত শুষ্ক ত্বক। এই সমস্যার সমাধান চাইলে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। খুব সহজে এবং সামান্য কিছু উপকরণে চুলের আগা ফাটা রোধ করে দিতে পারেন চিরকালের জন্য।

যা যা লাগবেঃseram

– ১ কাপ নারকেল তেল

– ২ টেবিল চামচ আলমণ্ড অয়েল (কাঠবাদামের তেল)
– আধা কাপ পানি মিশ্রিত দুধ

পদ্ধতিঃ
– প্রথমে নারকেল তেল সামান্য গরম করে নিয়ে ৫ মিনিট একটি চামচ বা হুইস্কার দিয়ে ফেটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।
– ৩০ মিনিট পর বের করে এতে আলমণ্ড অয়েল মিশিয়ে আবার ৫-১০ মিনিট ভালো করে ফেটিয়ে আবার ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।
– এরপর এতে আধা কাপ পরিমাণে পানি মিশ্রিত দুধ দিয়ে ভালো করে ফেটাতে থাকুন।
– এই মিশ্রণটি কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন।
– সপ্তাহে অন্তত ২ দিন এই মিশ্রণটি চুলের গোঁড়ায় মাথার ত্বকে এবং চুলে ভালো করে লাগিয়ে রাখুন ১-২ ঘণ্টা। দ্রুত ভালো ফলাফল পাবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend