নির্মলেন্দু গুণের সফল অস্ত্রোপচার, সন্ধ্যায় ফিরবে জ্ঞান
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সফলভাবে শেষ হয়েছে কবি নির্মলেন্দু গুণের ওপেন হার্ট সার্জারি। সন্ধ্যা নাগাদ তার জ্ঞান ফিরে আসবে বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লুৎফর রহামান।
সোমবার দুপুর সোয়া তিনটায় নির্মলেন্দু গুণের ওপেন হার্ট সার্জারি শেষ হয়।
সার্জারির তত্ত্বাবধায়নে ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তী এবং ডা. লুৎফর রহামান।
সার্জারি শেষে ডা. লুৎফর বলেন, অত্যন্ত সফলভাবে নির্মলেন্দু গুণের অস্ত্রোপচার শেষ হয়েছে। তার হৃদপিণ্ডে তিনটি ব্লক হয়েছিল, তবে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ায় তাকে বিপদ মুক্ত করা সম্ভব হয়েছে। তিনি একজন গুণী কবি, তার লেখা আমিও পড়েছি। তিনি যেমন যত্ন নিয়ে কবিতা লেখেন, আমরাও চেষ্টা করেছি যত্ন নিয়ে তার অস্ত্রপ্রচার করতে। এক সপ্তাহ পরেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।