ঠোঁটের যত্নে কখন লিপবাম ব্যবহার করবেন?
ঠোঁট আমাদের শরীরের অনেক সুন্দর ও দরকারী একটি অংশ। তাই এর প্রয়োজন বিশেষ যত্নের। ঠোঁটের সুরক্ষায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন লিপবাম। অনেকে আবার প্রয়োজনই বোধ করেন না। জেনে নিন লিপবাম সাধারণ কিছু নিয়ম, যা পালন করলে আপনার ঠোঁট থাকবে সুন্দর ও নমনীয়।
– প্রতিদিন লিপবাম ব্যবহার করা উচিত। তা হতে পারে যে কোন সময়।
– ঠাণ্ডা অথবা শুষ্ক আবহাওয়ার সময় লিপবাম অবশ্যই ব্যবহার করা উচিত।
– আপনি যখন এয়ারকন্ডিশন রুমে থাকবেন তখন লিপবাম ব্যবহার করবেন।
– যখনি বাইরে যাবেন বের হওয়ার আগে লিপবাম লাগানো উচিত। কারণ সূর্যের আলো আমাদের ঠোঁটের জন্য ক্ষতিকর।
– লিপস্টিক দেয়ার আগে লিপবাম ব্যবহার করুন। অনেক লিপস্টিকে ময়েশ্চারাইজার থাকেনা তাই লিপবাম ব্যবহার করা উচিত।
– ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই লিপবাম ব্যবহার করুন। কারণ এতে সারারাত আপনার ঠোট ময়েশ্চারাইজড থাকবে।