শ্রীবরদীর সীমান্তে জমজমাট জুয়ার আসর

ছবি: প্রতিকী
ছবি: প্রতিকী

রোম্মান আরা পারভীন রুমী: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের রাজা পাহাড়ের গহীন অরণ্যে চলছে জমজমাট জুয়ার আসর। প্রতিদিন এখানে জেলা শহর শেরপুরসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জুয়ারীরা এসে খেলছে লক্ষ লক্ষ টাকার জুয়া। এতে করে সর্বশান্ত হচ্ছে এলাকার অনেক জুয়ারী। জুয়ায় টাকা হারিয়ে অনেকেই সর্বশান্ত হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পাড়ি জমাচ্ছে। আবার অনেকেই জুয়ার টাকা সংগ্রহ করার জন্য সাবার করছে সরকারি বনবাগানের গাছ।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোরা গ্রামের ইয়ানুছ আলীর ছেলে আ. আজিজ  ২৮ সেপ্টেম্বর থেকে রাজা পাহাড়ের গহীন অরণ্যে বসিয়েছে জুয়ার আসর। চলছে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। এতে করে নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। এ ব্যাপারে সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান বাবুল বলেন, জুয়া খেলার বিষয়ে আমার করার কিছু নেই। জুয়াখেলা হচ্ছে এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন তরফদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অবগত না বলে জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend