গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত
মঙ্গলবার(১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী উল্টে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার সুন্দরগঞ্জ থেকে একদল সনাতন ধর্মাবলম্বী অপূর্ব পরিবহনের একটি বাস ভাড়া করে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় একটি ধর্মীয় সভায় অংশ নেন। সেখান থেকে ফেরার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।
তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয়দের সহতায়তায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।