জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১১ জনকে তলব করেছে দুদক
আগামী ১৯ অক্টোবর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চার চেয়ারম্যানসহ ১১ জনকে হাজির হতে নোটিশ পাঠানো দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় সংশ্লিষ্টদের ঠিকানায় নোটিশ পাঠান।
দুদকের তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় সংবাদমাধ্যমকে বলেন, এর আগে এদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হলেও তারা দুদকে না আসায় আবার তলব করা হয়েছে।
দুদকের এ নোটিশেও তারা সাড়া না দিলে কমিশন তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
দুদক সূত্র জানায়, গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন।
১৮ কোটি ৯১ লাখ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলা (মামলা নং-১১) দায়ের করা হয়।