সরকারি চাকরিজীবিদের ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ

bangladesh logoসরকার জাতীয় চাকরি ও বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করলে দেশে প্রথমবারের মতো চালু হবে বাধ্যতামূলক স্বাস্থ্য এবং জীবনবিমা ও দুর্ঘটনাজনিত অক্ষমতা বিমা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন এই জাতীয় চাকরি ও বেতন কমিশন নতুন কাঠামোতে বেতন সর্বোচ্চ ৭০ হাজার ও সর্বনিম্ন ১০ হাজার টাকার কাছাকাছি সুপারিশ করবে বলে জানা গেছে। বর্তমান কাঠামোতে বেতন সর্বোচ্চ ৪০ হাজার ও সর্বনিম্ন চার হাজার ১০০ টাকা। এতে বেতন বাড়ানোর সুপারিশ থাকছে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

এছাড়া বিদ্যমান কাঠামোতে ২০টি ধাপ (গ্রেড) রয়েছে। নতুন কাঠামোতে ধাপ কমার কথা বলা থাকছে। বিদ্যমান কাঠামোর অষ্টম ও নবম ধাপ একীভূত করে একটি এবং একাদশ ও দ্বাদশ ধাপকে একীভূত করে আরেকটি ধাপ করার সুপারিশ থাকবে।

এদিকে সরকারি চাকরিজীবীদের ২০ জনের একটি দলকে পাঁচ কাঠার মতো একটি করে প্লট দেওয়ার সুপারিশ থাকতে পারে বেতন কমিশনের প্রতিবেদনে। প্লটটি হতে পারে ঢাকার আশপাশের জেলাগুলোতে। তবে অবশ্যই তা হবে সাশ্রয়ীমূল্যে, যাতে ২০ জন চাকরিজীবী মিলে একই প্লটে বহুতলবিশিষ্ট ভবন নির্মাণ করতে পারেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend