ধর্ষিতাদের জন্যে পুনর্বাসন প্যাকেজ তৈরি করেছে ভারত

Rapভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ধর্ষিতাদের জন্য পুনর্বাসন প্যাকেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসার খরচের পাশাপাশি এককালীন আর্থিক অনুদান পাবেন ধর্ষিতারা। কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে, কী ধরনের প্যাকেজ তৈরি হবে তার খসড়া তৈরি করে অনুমোদনের জন্য পাঠিয়েছে রাজ্যের নারীকল্যাণ দপ্তর।

গত বছরের তুলনায় এবার রাজ্যে ধর্ষণের ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। তা সত্ত্বেও ধর্ষিতাদের মূলধারায় ফিরিয়ে আনতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তর।

বিনামূল্যে যাবতীয় চিকিৎসা, মানসিক পুনর্বাসন দেওয়া, পাশে থেকে নৈতিক সমর্থনের পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই রাজ্যে চালু হয়ে যাবে ধর্ষিতাদের জন্য ক্ষতিপূরণ।

যেকোনো ধরনের নির্যাতিতা নারী এমনকি ভবঘুরে ও বিকলাঙ্গ নারীদের স্বনির্ভর করার জন্য ডিসেম্বর মাসেই রাজ্যে স্বরোজগার মেলার আয়োজন করছেন শশী পাঁজা। এর জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend