ইবোলা ভাইরাসে আক্রান্ত ৭০ শতাংশই মারা যাচ্ছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পশ্চিম আফ্রিকায় ইবোলা আক্রান্ত ৭০ শতাংশই মারা যাচ্ছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও’র দেওয়া এ তথ্য পশ্চিম আফ্রিকায় ইবোলা আক্রান্ত দেশগুলোর সরকারের দেওয়া হারের চেয়ে ২০ শতাংশ বেশি।
জোড়ালো পদক্ষেপ না নিলে ২ মাসের মধ্যে মারাত্মক এ ভাইরাসে প্রতি সপ্তাহে নতুন করে ১০ হাজারের মতো মানুষ আক্রান্ত হতে পারেন বলেও জানিয়েছে সংস্থাটি। বর্তমানে ভাইরাসটিতে প্রতি সপ্তাহে ১ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।
ডব্লিউএইচওর সহকারী পরিচালক ড. ব্রুস অ্যাইলওয়ার্ড মঙ্গলবার বলেন, ইবোলায় আক্রান্তদের মধ্যে মৃতের আসল হার পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলোর সরকারগুলোর জানানো হারের চেয়ে বেশি। ইবোলা আক্রান্ত দেশগুলোর সরকারে ভাষ্যমতে ইবোলা আক্রান্তদের ৫০ শতাংশ মারা যাচ্ছেন।
তিনি আরো বলেন, বিগত ৩ থেকে ৪ সপ্তাহ যাবৎ রোগটি প্রতি সপ্তাহে গড়ে ১ হাজার মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ইবোলা ছড়িয়ে পড়ার হার ১০ হাজার পর্যন্ত পৌছাতে পারে।
রোগটিতে এ পর্যন্ত ৪ হাজার ৪৪৭ মারা গেছেন বলেও জানান তিনি।