ভূমিকম্পে বিধ্বস্ত মধ্য আমেরিকা
মধ্য আমেরিকা যেন ভূতের নগরী। অন্ধকারে ঢাকা পুরো শহর। বিপর্যস্ত মধ্য আমেরিকা।
আজ সকালে রাজধানী এল সালভাদোর শহরে বেশ তীব্রতার সঙ্গেই শুরু হয় ভূমিকম্প। লণ্ডভণ্ড হয়ে যায় শহরের স্বাভাবিক জীবন যাত্রা। মারা যায় ১ জন। মধ্য আমেরিকা জুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল এল সালভাদোর শহর খেকে প্রশান্ত মহাসাগরের ১৭০ কিলোমিটার দূরে এবং সমূদ্রগর্ভের ৭০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। স্থায়িত্ব কম সময়ের হলেও এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি।