এলজিইডির প্রধান প্রকৌশলীকে দুদকের তলব

accমুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকেলে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাজির হবার জন্য নোটিস পাঠান। নোটিসের বিষয়ে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, ওয়াহিদুর রহমান চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি। মুক্তিবার্তার লাল বইয়ে তার নাম নেই। তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, কোন সেক্টরে কোন অধিনায়ক বা কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন, এ সম্পর্কিত কোনো প্রমাণাদিও নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend