শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
‘নাইবা থাকুক চোখের দৃষ্টি, মনের আলোয় করবো সৃষ্টি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ অক্টোবর বুধবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর শহরের থানা মোড় থেকে র্যালি উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান। র্যলিটি শহর প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান।