সরকারি কাজে বাধা দেওয়ার মামলা থেকে লিমনকে অব্যাহতি দিয়েছে আদালত
সরকারি কাজে বাধা দেয়ার মামলা থেকে অবশেষে অব্যাহতি পেয়েছে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র মো. লিমন হোসেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু শামীম আজাদ এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন লিমন। এর আগে বেশ কয়েকবার তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার কথা থাকলেও নানা কারণে তা বিলম্বিত হয়।
দুই বছরেরও বেশি সময় আগে দক্ষিণাঞ্চলীয় ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনকে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাব এক অভিযানের সময় পায়ে গুলি করে। এর পর তার পা কেটে বাদ দিতে হয়। এরপর র্যাব লিমনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি এবং অস্ত্র আইনে আরো একটি মামলা করে।
র্যাবের গুলিতে লিমনের পঙ্গু হওয়া এবং তার বিরুদ্ধেই র্যাবের দুটি মামলা করার ঘটনা দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।