মার্কিন বিমান হামলায় শতাধিক আইএস জঙ্গি নিহত

image_140044.kobane_bg_620003201সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানেতে মার্কিন বিমান হামলায় শতাধিক দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার জঙ্গি (আইএসআইএস/আইএস) সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। তবে তুরস্ক সীমান্ত এলাকায় আইএস জঙ্গি বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকায় শঙ্কা প্রকাশ করেছে পেন্টাগন। গত ৪৮ ঘণ্টায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী ৪০টি বিমান হামলা চালিয়েছে, যা সেপ্টেম্বরের ২২ তারিখ শুরু হওয়া হামলার পর সর্বাধিক।
পেন্টাগনের প্রেস সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, বৈরী আবহাওয়া হামলা চালাতে সাহায্য করেছে। এ ধরনের হামলা তাদেরকে (আইএস) সামনে অগ্রসর ও দীর্ঘস্থায়ী হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে। গত ৬ অক্টোবর সোমবার রাতভর লড়াই শেষে কোবানিতে প্রবেশ করতে সক্ষম হয় আইএস জঙ্গিরা। তারা সিরিয়ার পূর্বাঞ্চলীয় জেলায় প্রবেশের পর সেখানকার ভবন ও পাহাড়ে কালোপতাকা উত্তোলন করে।
এর আগে আইএস জঙ্গি বাহিনী তিন সপ্তাহ ধরে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোবানি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তুরস্কের সঙ্গে সিরিয়ার দীর্ঘ সীমান্ত এলাকায় কোবানে শহর সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএস জঙ্গিদের শহরটি দখলের চেষ্টা চলাকালে প্রায় এক লাখ ৬০ হাজার সিরিয়ান কুর্দি নাগরিক তুরস্কে পালিয়ে যান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend