ডেইলি স্টারের সাব-এডিটর ইকবালের পিতা নুদু সরকার আর নেই
জামালপুরের মেলান্দহের শিক্ষানুরাগী-দানবীর ও ডেইলি স্টারের সাব-এডিটর ইরতেজা বিনতে ইকবালের পিতা আলহাজ হাবিবুর রহমান নুদু সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার রাত ৯টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি…….রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। নুদু সরকার স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বাংলাদেশ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি-কলামিস্ট, সমাজসেবক, দানবীর নূরল আমিন দুদু সরকারের ছোট ভাই। মরহুমের পরিবার বর্গ বাংলাদেশের প্রাচীনতম ছাপাখানা আমাদের বাঙলা প্রেস, গানিম প্রিন্টিং এন্ড প্যাকেজেস লিমিটেডের স্বত্বাধিকারী।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার জোহর আজিমপুর জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। পরদিন মরহুমের নিজগ্রাম জামালপুরের মেলান্দহ মাহমুদপুর আদবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নুদু সরকারের মৃত্যুতে পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা কমান্ডার শফিকুল ইসলাম খোকা সাবেক এমপি, সাবেক জেলা কমান্ডার সরকার আঃ সালাম বকুল, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, সৈকত সাহিত্য সংসদের সভাপতি কথা সাহিত্যিক এসএম জুলফিকার আলী লেবুসহ বিভিন্ন মহল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, মাহমুদপুর এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় সরকার পরিবারের বদান্যতায় বহু শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে স্মরণীয় হয়ে আছেন।