ইবোলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় সরকার
ইবোলা প্রতিরোধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইবোলা ভাইরাসে সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার। এজন্য বিমানবন্দরে বিদেশি ও প্রবাসীদের দেশে ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা জোরদার করা হবে। এখন যদিও কিছুটা শিথিলতা রয়েছে। তবে আজ (বৃহস্পতিবার) এয়ারপোর্টে আমি নিজে গিয়ে তা তদারকি করবো।
প্রসঙ্গত, পশ্চিম অফ্রিকায় ইবোলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ক্রমেই এটা আরো ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রেও ইবোলা আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।