১৫ হাজার লিটার ভেজাল তেলসহ আটক ২

Vrammoman_Adalot_-300x180রাজধানীর উত্তরা থেকে ১৫ হাজার লিটার ভেজাল সয়াবিন ও সরিষার তেল এবং যৌনশক্তি বর্ধক ২শ বোতল জিনসেন শরবতসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। আটকদের দুইলাখ টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মাকসুদুল আলম জানান, র‌্যাব-১ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাজীপুরের জয়দেব থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। ওই এলাকার হাসান আলীর ছেলে শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে উল্লিখিত তেল ও শরবত উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাসান আলীর ছেলে মো. মোরশেদ (২০) ও মো. হাবিবুর রহমানের ছেলে সরাফদ্দিনকে (২৫) আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী আটকদের দুই লাখ টাকা জরিমানা করেন। ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়।

ক্যাপ্টেন মাকসুদুল আলম আরও জানান, সয়াবিন-সরিষার তেল, জিনসিন শরবত ও মোড়কজাত-প্যাকেটজাতকরণের মালামাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend