মুখের দুর্গন্ধ হতে পারে বংশগত কারণেও!

তদকিা;দতৃুিই;তমুখের দুর্গন্ধ বিরক্তিকর একটি বিষয়। কিছু মানুষ এর কারণে চরমভাবে ভুক্তভোগী। স্বাভাবিক পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরও দেখা যায় তাদের মুখে এমন ধরনের একটি গন্ধ হয়ে থাকে, যা আশেপাশের সবার সামনে বিব্রতকর অবস্থায় ফেলে।

এই মুখের গন্ধ বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু সম্প্রতি দীর্ঘ এক গবেষণার পরে এমনই একটি সিদ্ধান্ত দেন মন্ট্রিয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ যে আমাদের দৈনন্দিন জীবনে হওয়া মুখের গন্ধটি হতে পারে বংশগত কারণে। গবেষকরা এরজন্য প্রায় ৬০০০ নবজাতক শিশুর উপরে দীর্ঘ ৭ বছর ধরে এই গবেষণা চালান।

গবেষণা প্রজেক্টটির প্রধান ডাঃ জিয়ান পিয়েরে ক্যারন বলেন, ‘মুখের দুর্গন্ধজনিত এই সমস্যাটির মূল কারণ হতে পারে বংশগতভাবে দেহে আসা থাইরয়েড গ্রন্থির তারতম্যের কারণে।’

গবেষণায় বলা হয় নবজাতক শিশুর মাঝে প্রথমত বংশগত কারণে তা দেখা যায় এবং পরবর্তীতে নোংরা ও অস্বাস্থ্যকর জীবন যাপনের জন্য এটি আরও তীব্র আকার ধারণ করে।

তথ্যসূত্র : worldnewsdailyreport.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend