একদিনের ব্যবধানে আবারো সাতছড়ি থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার

78434_Arms-Recover (1)গত কয়েক মাসে হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ির গভীর জঙ্গল থেকে একের পর এক অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। মাত্র একদিনের ব্যাবধানে সেখান থেকে আবারো অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ এর একটি দল শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টায় অরন্যের গভীরে নতুন দুটি বাংকার খুঁড়ে ৭.৬২ এএম এর ৮ হাজার ৩৬০টি গুলি, ৭.৬২ থ্রি নট থ্রি রাইফেলের ১৫২টি গুলি, নাইন এমএ পিস্তলের ৫১৭টি গুলি. ১২ .৭ এএস ট্যাংকের ৪২৫টি গুলি উদ্ধার করে।

বাংকার থেকে মোট ৮০টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এর মধ্যে এমজি রাইফেলের ২টি, এসএমজির ২০টি, এসএলআর এর ৬টি, থ্রি নট থ্রির ৪টি, পিস্তলের ২৯টি, জি থ্রি রাইফেল ১২টি ম্যাগজিন রয়েছে। এছাড়াও ওয়ারলেস সেট ৫টি ও রেডিও সেট ৫টি সহ মোট ১১টি বক্স পাওয়া যায়। এর মধ্যে ৫টি বক্সে ২.৭ এমএমের গুলি, বাকি ৬টিতে ৭.৬২ এমএমের গুলি ছিল।

র‌্যাব ৯ এর কমান্ডিং অফিসার রিয়াদ রহমান রব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend