লাল লিপস্টিক ব্যবহারের কিছু দারুণ কলাকৌশল
ঠোঁট আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটি অঙ্গ। আর এই আকর্ষণীয় অঙ্গকে রাঙিয়ে তুলতে চায় না এমন কেউ নেই। হাল ফ্যাশনের যুগে আবারও চলে এসেছে বিভিন্ন রংয়ের গাড় লিপস্টিক। লাল, কমলা, ডার্ক রেড, ডার্ক পিঙ্ক ইত্যাদি রংয়ের লিপস্টিকে ঠোঁটকে আকর্ষণীয় করে তুলছেন এ যুগের নারীরা। তবে কমলার পাশাপাশি সবচেয়ে বেশি যে রঙটিকে নারীরা প্রাধান্য দিচ্ছেন তা হল লাল বা রেড রংটি। আসুন একটি ভিডিওর মাধ্যমে দেখে নিই কিভাবে সহজ উপায়ে আপনার ঠোঁটটিকে রাঙিয়ে তুলবেন রেড লিপস্টিক দিয়ে।
১. প্রথমে আপনার ঠোঁটটিকে ভালোভাবে পরিস্কার করে নিন।
২. এরপরে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ঠোঁটকে নরম আর প্রাণবন্ত করে তোলে।
৩. আপারলিপ করা না থাকলে ঠোঁটের পাশে সাধারণত কালচে একটা ভাব হয়ে থাকে। যা দেখতে ভালো লাগে না। এরজন্য লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটের চারপাশে কনসিলার ব্যবহার করতে পারেন। এটি কালো দাগ দূর করবে।
৪. এরপরে ডাস্ট পাউডার বা নরমাল বা ফেসিয়াল পাউডার ঠোঁটের চারপাশে লাগান। বিশেষ করে মুখের যে সমস্ত জায়গায় আমাদের মুখ ঘামে সেখানে লাগান।
৫. এবারে লাল লিপ লাইনার দিয়ে ঠোঁটটি আঁকুন এবং পুরো ঠোঁটটিই ভরাট করে ফেলুন।
৬. লিপলাইনারটি ভালোভাবে লাগানো হলে রেড কালারের লিপস্টিকটি লাগিয়ে নিন। এটি এমনভাবে লাগান যে বাহিরের অংশে না লাগে।
৭. লিপস্টিক দিলে অনেকেরই দাঁতে লেগে যাওয়ার সমস্যাটি হয়। আর এই সমস্যাটি দূর করতে দুই ঠোঁটের মাঝামাঝিতে টিস্যু রেখে হালকাভাবে মুছে নিন।
৮. লিপস্টিককে আরেকটু গাড় করতে আরেকবার লিপস্টিক দিন এবং ব্রাশ দিয়ে হালকাভাবে টেনে নিন। ব্যস হয়ে গেল আকর্ষণীয় লাল ঠোঁটের একটি মেকআপ।