অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা

ছবি: রোববার সংঘর্ষের
ছবি: রোববার সংঘর্ষের

নিজেদের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকেলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পদবঞ্চিত নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে পদবঞ্চিতরা নতুন কমিটি বাতিল ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুরও পদত্যাগ দাবি করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ বিষয় নিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে বিদ্রোহী নেতারা তাদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে মির্জা ফখরুল, এ্যানী, রাজীব, আকরামসহ অন্যান্য অবরুদ্ধ নেতারা নয়াপল্টনের কার্যালয় থেকে চলে যান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend