যুদ্ধাপরাধীকে রাষ্ট্রপতির ক্ষমা নয়, আসছে আইন
মানবতাবিরোধী অপরাধীকে রাষ্ট্রপতি আর সাধারণ ক্ষমা করতে পারবেন না। সিদ্ধান্ত হয়েছে আইনের খসড়া তৈরির । ‘ভবিষ্যতে কোনো রাষ্ট্রপতি মানবতাবিরোধী অপরাধীকে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের বলে ক্ষমা করবেন, এটাও সম্ভব নয়’- বলেন আইনমন্ত্রী। রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী আনিসুল হক ।
সংবিধানের আর্টিকেল ৪৯-এর (রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমা) ক্ষমতাবলে যাতে কোনো মানবতাবিরোধী অপরাধী পার না পান, সে বিষয়ে সরকারের চিন্তা-ভাবনা রয়েছে বলে জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের সাধারণ ক্ষমার বিষয়ে রাষ্ট্রপতির এই অনুচ্ছেদটির তাৎক্ষণিক সমাধান দেয়া সম্ভব নয়। তাই মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে নতুন আইনের সিদ্ধান্ত হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ বিষয়ে যে পদক্ষেপ নেওয়া হবে তা কোনভাবেই আইন ও সংবিধান পরিপন্থি হবে না। বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতেই তা হবে।