প্রত্যেকটি হাসপাতাল যেনো রেলওয়ে প্লাটফর্ম: এরশাদ

Ershad_0বিভিন্ন সমস্যায় জর্জরিত বাংলাদেশের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোকে রেলওয়ে প্লাটফর্মের সাথে তুলনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার দুুপরে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের ম্যানেজিং কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এরশাদ বলেন, দেশের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর ওয়ার্ডে ঢুকলে মনে হয় এগুলো যেন রেলওয়ে প্লাটফর্ম। হাসপাতালগুলোতে বেডের চেয়ে রোগির সংখ্যা বেশি, আর রোগির চেয়ে ভিজিটর বেশি। এ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তা চিন্তা করা দরকার।

চিকিৎসকদের উদ্দেশে এরশাদ বলেন,আপনাদের দুর্নাম। এখন সিজার ছাড়া বাচ্চা হয় না। সেজন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা নেয়া হয়। এটা ঠিক নয়।

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে রংপুরের মানুষ আমাকে নির্বাচিত করেছেন। কিন্তু আমি তাদের প্রতিনিধিত্ব করতে পারিনি। দুইবার জেলে ছিলাম। আমার ভাই আমার হয়ে দেখাশুনা করেছে। গতবার আমার স্ত্রী দেখাশুনা করেছে। প্রথমবারের মতো আমি রংপুরের এমপি হয়ে আপনাদের কাছে এসেছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend