বিয়ে করার জন্য নবম শ্রেণীর সাত শিক্ষার্থীর পলায়ন
বিয়ে করার জন্য নাবালক সাতজন শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছে। তারা সবাই কলকাতার দেরাদুন পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। বয়স ১৩-১৪।
পড়াশোনায় মনোযোগ না দিয়ে এই বয়সেই তারা বিয়ে করার জন্য বাড়ি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়া দেয়।
তিনজন পুলিশসহ তিনটি গাড়ি বোঝাই সেই শিক্ষার্থীদের বাড়ির লোকজন দিল্লি পর্যন্ত পৌঁছেছেন। তাদের লক্ষ্য মুম্বাই। যেখানে ছেলে-মেয়েদের পাওয়া গেলেও যেতে পারে। যদিও এদের মধ্যে এক ‘যুগল’ একপেট খিদে আর খালি পকেট নিয়ে গুটি গুটি পায়ে দেরাদুনে ফিরে এসেছে। বাকিরা এখনও নিখোঁজ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোটা দল প্রথমে হরিদ্বারে গিয়ে ট্রেন ধরে নতুন দিল্লিতে পৌঁছায়। পকেটে টান পড়ায় স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মে তারা দু’দিন কাটায়। এদের মধ্যে আবার দু’জন তাদের সেলফোন বেচে দিয়েছে স্বপ্নপূরণের উদ্দেশ্যে।
দেখে-শুনে পরিবারের চোখ কপালে! কী আশ্চর্য! সাতজন অল্পবয়সের ছেলে-মেয়ে দু-দুটো দিন-রাত স্টেশন চত্বরে কাটিয়ে দিল! অথচ জিআরপি বা রেলওয়ে স্টাফ, কারও নজরেও এল না ব্যাপারটা!