মা-বাবাকে হত্যার পর গুলিতে প্রাণ গেল ছেলের
সিংগাইর উপজেলার নীলটেক কাটাখালী গ্রামে গতকাল সকাল ১০টায় ছেলে সাইদুর (৩২) সামুরাই (ছুরি) দিয়ে কুপিয়ে হত্যা
করেছে তার পিতা মহির উদ্দিন প্রামাণিক (৫৫) ও মা সুফিয়া খাতুন (৪৮) কে। পরে সে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইদুর মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মাঝে মধ্যে সে নেশার টাকার জন্য মা-বাবাকে মারধর করতো। গতকাল সকালে সাইদুর মা-বাবার কাছে টাকা দাবি করলে ঝগড়া হয়। মা-বাবা টাকা না দেয়ায় একপর্যায়ে সামুরাই দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে সাইদুর। এ সময় মা সুফিয়া খাতুন প্রাণরক্ষার্থে পালানোর চেষ্টা করলে বাড়ির অদূরে একটি জমিতে তাকেও কুপিয়ে হত্যা করে সাইদুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সাইদুরকে গ্রেপ্তারের চেষ্টা করে। এ সময় সাইদুর দুই বছরের শিশু ভাগ্নে হাসানকে জিম্মি করে ঘরের দরজা বন্ধ করে দেয়। এলাকাবাসী ও পুলিশ যৌথভাবে সাইদুরকে ঘর থেকে বের করতে ব্যর্থ হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে সাইদুর সামুরাই হাতে শিশুটিকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। এ সময় পুলিশ ও এলাকাবাসীর ওপর চড়াও হলে এক পর্যায়ে পুলিশ সাইদুরকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে। এক পর্যায়ে দৌড়ে পালাতে চেষ্টা করলে পুলিশ গুলি ছুড়লে ডান পায়ের উরুতে লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিংগাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, উত্তেজিত জনগণকে থামাতে ১০ রাউন্ড শটগানের গুলি ও ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছে।