নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জ গামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দুটির মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ কেয়া পরিবহনের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আখতার হোসেন জানিয়েছেন, বনপাড়ায় হাইওয়ে থানায় ২০ জনের মরদেহ রয়েছে। বগুড়া সদর হাসপাতাল মর্গে ১৫ জনের মরদেহ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে। এদিকে, সোমবার সদর হাসপাতালের এক চিকিৎসককে বহিরাগতরা লাঞ্ছিত করার প্রতিবাদে নাটোরের সব হাসপাতালে ধর্মঘট চলছে, ফলে আহতরা চিকিৎসা পাচ্ছেন না ।