ঋণ জালিয়াতির কারনে সোনালী ব্যাংকের জিএমসহ ১১ কর্মকর্তাকে দুদকে তলব

Sonali-Bankঋণ জালিয়াতির ঘটনায় সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকসহ (জিএম) ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোনালী ব্যাংকের ৯টি শাখা থেকে প্রায় সাত হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ উঠে।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সোমবার তাদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী এ নোটিশ করেছেন।

নোটিশে তাদের আগামী ২৮ অক্টোবর এবং ২৯ অক্টোবর দুদকের হাজির হতে বলা হয়েছে।

সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, গুলশান শাখা, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, আগারগাঁও শাখা, সোনালী ব্যাংক লোকাল অফিস, চট্টগ্রামের আগ্রাবাদ কর্পোরেট শাখা, লালদীঘি কর্পোরেট অফিস এবং নারায়ণগঞ্জ কর্পোরেট শাখা থেকে এই সাত হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটে।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ৯টি শাখায় পরিচালিত ব্যাংকের অভ্যন্তরীণ বিভিন্ন পরিদর্শন ও তদন্ত প্রতিবেদন থেকে অর্থ আত্মসাতের এ সব তথ্য বেরিয়ে আসে। বৈদেশিক বাণিজ্যের নামে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ও অন্যান্য উপায়ে অনিয়ম করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend