আড়াই কোটি ডলারের চেক হস্তান্তর করল ভারত

bangladesh Indiaআড়াই কোটি ডলারের (প্রায় ২০০ কোটি টাকা) চেক হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। চেক গ্রহণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বাংলাদেশের উন্নয়নে ২০১২ সালে ২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত। এর আগে তিন ধাপে ওই অনুদানের মধ্যে ১৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করে দেশটি। চতুর্থ ধাপে সোমবারের ছাড় নিয়ে প্রতিশ্রুত অনুদানের মধ্যে মোট সাড়ে ১৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করল ভারত।

ভারতীয় দূতাবাস আরও জানায়, বাংলাদেশের উন্নয়নে দেশটি ৮০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে দিয়েছে। ওই ঋণের অর্থে ১৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পঙ্কজ শরণ জানান, বাংলাদেশ সরকারের এই ইতিবাচক মনোভাব ভারতের বিনিয়োগকে উৎসাহিত করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend