প্রথমবারের মতো হোম সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিঅারএস) ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু মাত্র টেস্টে সিরিজেই এর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।
বিসিবির প্রধান নির্বাহী এ বিষয়টি নিশ্চিত করে ক্রিকইনফোকে বলেন, ‘হোম সিরিজে এই প্রথমবারের মতো ডিঅারএস ব্যবহার করতে যাচ্ছি। ক্রিকেটের স্বার্থেই এর ব্যবহার করা হচ্ছে।‘
অারও জানা গেছে, এর সম্পূর্ণ খরচ বিসিবির বর্তমান সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান গাজী টিভি নয়, বিসিবিই বহন করবে। এর জন্যে বিসিবির খরচ হবে অানুমানিক প্রায় ১ লাখ ডলার। এতে থাকবে হক অাই, অাল্ট্রা মোশন ও সুপার জুমের মতো অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি।
এর অাগে ডিঅারএস ব্যবহার প্রসঙ্গে প্রথম উচ্চকণ্ঠ হন দেশসেরা অলরাউন্ডার সাকিব অাল হাসান। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে এর প্রয়োজনের কথা বলেন বর্তমান ওয়ানডে দলের এই সহঅধিনায়ক।
উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি শুরু হবে ২৭ অক্টোবর। পরের দুটি হবে ৫ ও ১৪ নভেম্বর।