২৩ অক্টোবর সারা দেশে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীসহ আটক সব নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৩ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এ অগণতান্ত্রিক, অবৈধ, স্বৈরাচারী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জামায়াত নেতাদের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধে সাজানো, মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে ৫২ মাস ধরে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে।’
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে। বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেছে।
জামায়াতের দাবি; সরকার তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কমারুজ্জামানসহ জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে