শেরপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

Sherpur-Pic-1-300x241শেরপুরে মাসব্যাপি ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। ২২ অক্টোবর বুধবার খামারবাড়ী মিলনায়তনে ওই অভিযানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম, ভারপ্রাপ্ত ইউএনও জহুরা বেগম, অতিরিক্ত প্রশিক্ষণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন আইসিএম ক্লাবের সদস্য ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পানিতে চুবিয়ে একটি ইঁদুরের মৃত্যুদন্ড কার্যকর করার মধ্য দিয়ে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের সূচনা করা হয়। এসময় তথ্য উপস্থাপন করে বলা হয়, প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টন খাদ্যশস্য ইঁদুর খায় বা নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমি সহ ৩৩ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। তাই সমন্বিতভাবে ইঁদুর নিধন অভিযানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।ইঁদুরের হাত থেকে ফসল রক্ষার জন্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী (২৩ অক্টোবর-২২ নভেম্বর) ইঁদুর নিধন অভিযান শুরু করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend