১২ ঘণ্টা পর মুক্ত তারেকের উপদেষ্টা সায়েম

013a19ece6ed83443263b6f1bbc02980-Barister-Sayemযুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা এম এ সায়েমকে ১২ ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

লন্ডনের একাধিক সূত্র জানায়, গত মঙ্গলবার লন্ডন সময় বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব লন্ডনে তাঁর আইন ব্যবসাপ্রতিষ্ঠান উজমা ল ফার্ম থেকে এম এ সায়েমকে পুলিশ আটক করে। রাত ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুয়া কাগজপত্রের মাধ্যমে তাঁর মক্কেলকে সহায়তা করার অভিযোগে আইনজীবী সায়েমকে আটক করা হয়েছিল বলে সূত্রগুলো জানায়।

এ ব্যাপারে সায়েমের বক্তব্য জানতে তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা তারেক রহমান সম্প্রতি এম এ সায়েমসহ তিনজন আইনজীবীকে তাঁর মানবাধিকার–বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেন। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ১০ দিন পার না হতেই সায়েমের আটকের খবর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন ও বাঙালি কমিউনিটিতে নানা আলোচনার জন্ম দিয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend