ভারতের বাজারে এলো হালাল লিপস্টিক

image_142448.lipstikভারতের আহমেদাবাদে হালাল প্রসাধনী সামগ্রী বিপনণ শুরু করলো ইবা হালাল কেয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে কম্পানির সিইও মাওলি তেলি বলেন, আমি নতুন ধরনের কসমেটিক্স নিয়ে এসেছি। এগুলো হালাল, স্বাস্থ্যসম্মত এবং সবার ব্যবহারের উপযুক্ত। তেল থেকে শুরু করে শ্যাম্পু, কন্ডিশনার, লিপস্টিক, কাজল সবই আছে এ তালিকায়। বিবিসি এই কম্পানির লিপস্টিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
কম্পানিটি জানিয়েছে প্রসাধনীর উপাদানগুলো সবজি ও ফল থেকে আসা ফলে এগুলোতে এলকোহলের মতো উপাদান নেই। সালফেট, পারাবেন, মারকারি বা প্রাণীজ্জ উপাদানও নেই।
ভারতে একটি বড় মুসলিম জনগোষ্ঠী আছে। তাদের মধ্যে এই হালাল পণ্যের চাহিদা আছে। ইতিমধ্যে এই হালাল প্রসাধনী নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে হালাল প্রসাধনীর ব্যবসা। বর্তমানে এই সেক্টরে বার্ষিক ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৫৬০ মিলিয়ন ডলার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend