হীনমন্যতায় ভুগছেন শেখ হাসিনা, সংবাদ সম্মেলন উদ্দেশ্য প্রণোদিত: মির্জা ফখরুল
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হীনমন্যতায় ভুগছেন। আর তাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশ চলাকালীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার নীলফামারীতে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় একই সময় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা উদ্দেশ্য প্রণোদিত।
মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে শেখ হাসিনা এ সংবাদ সম্মেলন করেছেন। আওয়ামী লীগ সভানেত্রী হীনমন্যতায় ভুগছেন। তিনি মিথ্যাচার করে প্রকৃতপক্ষে বিব্রতবোধ করছেন। তার এর ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।
এ সময় দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম যুক্ত করা হয়েছে। বিচারাধীন বিষয়ে শেখ হাসিনার হস্তক্ষেপেরই অংশ এটা।