কাবা’র জ্যেষ্ঠ পরিচালক শেখ আ. কাদির মারা গেছেন

image_143135.47161_kaaba_smallপবিত্র কাবা’র জ্যেষ্ঠ পরিচালক শেখ আবদুল কাদির বিন তাহা আল শাইবি ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

কাবা শরীফে তার লাশের জানাজা হবার পর মক্কার আল মোয়াল্লা কবর স্থানে দাফন করা হয়। বহু মানুষ, পবিত্র দুই মসজিদ রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত প্রেসিডেন্সির কর্মকর্তারা এবং তার আত্মীয়রা যোগ দেন। বৃহস্পতিবার সকালে জেদ্দা’র কিং খালেদ ন্যাশনাল গার্ড হাসপাতালে তার মৃত্যু হয়।

চার বছর আগে তার চাচা আবদুল আজিজ আল শাইবির মৃত্যুর পর কাবা শরীফের জ্যেষ্ঠ পরিচালক হন তিনি। গত বছর, তার হাতে কাবার নতুন তালা ও চাবি তুলে দেন প্রেসিডেন্সির প্রধান শেইখ আবদুরাহমান আল সুদাইস। শাইবি পরিবারের সবচেয়ে প্রবীন ব্যক্তি ডঃ সালেহ বিন তাহা আল শাইবি হবেন কাবার নতুন পরিচালক।

শাইবি পরিবার ঐতিহ্যগতভাবে কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করতে পারার সম্মান পেয়ে আসছে। কাবা শরীফ খোলা ও বন্ধ করা এবং এর পরিষ্কার করার কাজ করে আসছে তারা। শেইখ আবদুল কাদির আল শাইবি ছিলেন ওতমান বিন তালহার ১০৮ তম উত্তরাধিকারী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend