বাংলা কবিতার খুব দুঃসময় যাচ্ছে : সৈয়দ শামসুল হক
রাজশাহীতে দুইদিনব্যাপী ‘জীবনানন্দ কবিতা মেলা’ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম কলেজ মাঠে সৈয়দ শামসুল হক বেলুনসহ কবিতামেলার ফেস্টুন আকাশে উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক বাংলা কবিতার খুব দুঃসময় যাচ্ছে উলে্লখ করে বলেন, ‘এখনই সত্যিকারের যাঁরা কবি তাঁদের এ ব্যাপারে সচেতন হতে হবে।’ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বই বিপনন বাণিজ্যের সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘এটা শুধু মানসিকতার সমস্যা। এই মানসিকতা দূর হলেই বাংলা সাহিত্যের একটি সম্পূর্ণ চিত্র পাওয়া যাবে।’
শামসুল হক বলেন, ‘আজকাল প্রায় দুই বাংলার কবি, দুই বাংলার কবিতার কথা বলা হয়। আসলে বাংলা এক। দেশ দুটি। তাই দুই বাংলা বলবেন না।’
এরপরে সংগঠনের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে এতে অনুষ্ঠিত আলোচনায় উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘আমাকে কবিতা পড়ার জন্য কেউ ডাকে না। শুধু কবি ও কবিতার সংগঠন-কবিকুঞ্জ আমাকে তাঁদের লোক বলে মনে করেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, বিশিষ্ট অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা, ভাষা সৈনিক আবুল হোসেন, পশ্চিমবঙ্গের কবি ও গবেষক সুজিত সরকার, কবি মৃণাল বসু চৌধুরী, কথা সাহিত্যিক শচীন দাশ, রাজশাহীর সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ ও বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কল্পনা রায়।
বিকেলে দ্বিতীয় পর্বে কবি ও চিত্রশিল্পী আশফাকুল আশেকীন এর সভাপতিত্বে কাব্যকথন, কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি আনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিকেলে কবিকণ্ঠে কবিতা পাঠের মাধ্যমে দুইদিনব্যাপী এ মেলা শেষ হবে।