স্পিনারদের সাফল্যে প্রথমদিন বাংলাদেশের
সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিন শেষে এক উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে বাংলাদেশ। এখনো ২১৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
দিন শেষে খেলতে নেমে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ১২ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। ব্যক্তিগত ৫ রানে পানিয়ানগারার বলে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। ক্রিজে অপরাজিত রয়েছেন শামসুর রহমান (৮) ও মুমিনুল হক (১৪)।
এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ২৪০ রান তুলেছিল তারা।
খেলতে নেমে শুরুটা ভাল হয়নি তাদের। প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল অতিথি দল। শাহাদাত হোসেনের কামব্যাক করার ম্যাচে ওপেনার ভুসি সিবান্দা ৬ রান করে সাজঘরে ফিরেছেন। অবশ্য ওভারের প্রথম বলেই ৪ মেরে ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে উইকেট পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার বলে ক্যাচ আউট হয়েছেন হ্যামিল্টন মাাসাকাদজা (১৩)।
জুবায়ের হোসেনের বলে ক্যাচ আউট হয়েছেন হাফসেঞ্চুরি (৫১) হাঁকানো সিকান্দার রাজা। এ নিয়ে অভিষেক টেস্টে দুটি উইকেট পেয়েছেন তিনি। এর আগে তার বলে আউট হয়েছেন সফরকারী অধিনায়ক ব্রেন্ডন টেলর (২৮)।
সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার হয়েছেন চিগুম্বুরা (২৯)। তার তৃতীয় শিকার রেগিস চাকাবভা (২৫), চতুর্থ এনউম্বু (১৪), পঞ্চম পানিয়ানগারা (৮) ও ষষ্ঠ শিকার হয়েছেন কামুগঞ্জোজি (৫)।
আর তাইজুল ইসলামের বলে ক্যাচ আউট হয়েছেন ক্রেইগ আরভিন (৩৪)।