বর্তমানে রাজনীতি সবচেয়ে লাভজনক পেশা: ড. আকবর আলী খান
বর্তমানে বাংলাদেশে রাজনীতিকে সবচেয়ে লাভজনক পেশা বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। তিনি বলেন, এখান থেকে প্রচুর অর্থ উপার্জন করা যায়। তাই এখন সবাই রাজনীতিতে আসার জন্য ব্যস্ত।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ঐক্য আয়োজিত ‘চীনের সাফল্য এবং বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আকবর আলী বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন প্রয়োজন এ মতবাদে বিশ্বাসী বিশ্ব ব্যাংক। কিন্তু বাংলাদেশে হরতাল ও রাজনৈতিক অস্থিরতার স্বত্তেও বর্তমানে ৬ শতাংশ প্রবৃদ্ধি বেড়েছে।
সাবেক এই উপদেষ্টা চীনের উন্নয়ন প্রসঙ্গে বলেন, অনেক দেশে সুশাসন নেই কিন্তু সেসব দেশেও উন্নয়ন হয়েছে। এর মধ্যে চীন অন্যতম। কিন্তু তারা উন্নয়নে অনেক এগিয়ে গেছে এমন কি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
সংগঠনের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক গোলাম মোর্তজা, অর্থনীতিবিদ আহাসান এইচ মঞ্জুর, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ।