মাদারগঞ্জে বনচিথলিয়া প্রাথমিকবিদ্যালয়ের রাস্তা নির্মাণের দাবী
মাদারগঞ্জ পৌর এলাকার বনচিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া আসার রাস্তা নির্মাণের দাবীতে পৌর মেয়র মোশাররফ হোসেন তালুকদা লেমনের বরাবরে আবেদন জনিয়েছে এলাকাবাসী। ১৫ অক্টোবর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও কমিউনিটি অডিট টিমের (ঈঅঞ) আহ্বায়ক নবিউল হক স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, বনচিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি চাঁদপুর-ভোলারচর বেড়িবাঁধ থেকে দু’শ গজ দূরে একটি নি¤œ কৃষিজমিতে নির্মাণ করা হয়েছে। যার ফলে স্বাভাবিক বন্যার সময়ও শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে যেতে পারে না। ওই বিদ্যালয় ভবনটিতে যাওয়া আসার কোন রাস্তা ও খেলার মাঠ নেই। বিদ্যালয়ের ৪জন নারী শিক্ষক ও ২শাতাধিক শিক্ষার্থীদের ক্ষেতের আলপথ দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতে হয়। আনেক সময় জমির মালিকগণ এমনভাবে বেড়া দিয়ে রাখেন যে, শিশুরা বেড়া ডিঙ্গিয়ে স্কুলে যেতে পারে না। আবেদনে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের কথা চিন্তা করে বেড়িবাঁধ হতে বিদ্যালয় ভবন পর্যন্ত ২গজ রাস্তা নির্মাণ ও খেলার মাঠ সংস্কারের জন্য দাবী জানানো হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন জানান, বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থে যত দ্রুত সম্ভব তিনি বিদ্যালয়টির রাস্তা নির্মাণের চেষ্টা করবেন।