ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৩ শিক্ষার্থী বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িত ২৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২০ আগস্ট বুধবার রাত ৪টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রুপের নেতা-কর্মীদের হামলায় সভাপতি গ্রুপের কয়েক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় ২২ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করে।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় জড়িত ২৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।