‘গান্ধী নয় নেহরুকে মারাই উচিত ছিল গডসের’

image_143579.nehruমহাত্মা গান্ধী নয়, জওহরলাল নেহরুকে গুলি করাই উচিত ছিল নাথুরাম গডসের। ভারতের কেরলে আরএসএসের মুখপত্র ‘কেশরী’তে প্রকাশিত একটি নিবন্ধে এহেন মন্তব্য প্রকাশিত হওয়ায় রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। ভারতের দেশভাগের জন্য গান্ধীজির বদলে নেহরুকে দায়ী করে এই পত্রিকার ১৭ অক্টোবর সংখ্যায় একটি নিবন্ধ লিখেছেন বি গোপালকৃষ্ণন। তাতে লেখকের মন্তব্য, নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে ভুল করেছিল। তার উচিত ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে গুলি করা। গত লোকসভায় ওই রাজ্যের চালাকুড্ডি কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়ে হেরে যান এই গোপালকৃষ্ণন। তিনিই নিবন্ধটিতে অভিযোগ করেছেন, নেহরুর স্বার্থপরতার জন্যই স্বাধীনতার সাত দশক পরেও এদেশে অজস্র সমস্যা মেটেনি। গান্ধীজি চেয়েছিলেন স্বাধীনতা অর্জনের পর কংগ্রেসের আর কোনও অস্তিত্ব না রাখতে। বাপুজির মত ছিল, যে উদ্দেশ্যে কংগ্রেস গঠিত হয়েছিল স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে তা পূর্ণ হয়েছে। কিন্তু নেহরুর ক্ষমতালিপ্সার জন্য তাঁর সেই আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত ফলবতী হয়নি। গোপালকৃষ্ণনের শ্লেষপূর্ণ উক্তি, বন্দুকের ট্রিগার টিপলেও গডসে তো তার আগে মহাত্মাকে প্রণাম করেছিল, নেহরুর মতো পিছন থেকে ছুরি মারেনি।
সদ্য ক্ষমতায়-আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীজি এবং প্যাটেলের মতো নেহরুকেও কংগ্রেসের কাছ থেকে ‘হাইজ্যাক’করে নিচ্ছেন বলে যখন রব উঠেছে, ঠিক তখনই কেরলের আরএসএস মুখপত্রে এহেন একটি নিবন্ধ প্রকাশিত হল৷ নেহরুর ১২৫তম জন্মবার্ষিকী পালনের আগে পুরানো কমিটির অনেককে বাদ দিয়ে নতুনদের এনে পুরো বিষয়টি মোদি নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন বলে মনে করছেন অনেকেই৷ এই অবস্থায় আরএসএসের মালয়ালি মুখপত্রে এহেন একটি বিস্ফোরক নিবন্ধ নমোকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend