দুই বাংলা বলে কিছু নেই

17_38996সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক বলেছেন, ‘এপার বাংলা ওপার বাংলা বলে কিছু নেই। বাংলা একটাই।’ গতকাল সকালে রাজশাহীতে বাংলাদেশ ও ভারতের বাংলা সাহিত্যের কবিদের সম্মিলনে জীবনানন্দ কবিতা মেলা-২০১৪ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মেলাটির আয়োজন করেছে কবিদের সংগঠন কবিকুঞ্জ। বাংলা কবিতার চরম দুর্দশা যাচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি শামসুল হক বলেন, ‘কবিতার এ অবস্থা থেকে উত্তরণে কবিদেরকেই এগিয়ে আসতে হবে।’ ভারতে বাংলাদেশের কবিদের বই বিপণন নিয়ে তিনি বলেন, ‘ভারতে বাংলাদেশের বই বিপণনে সমস্যা বাণিজ্যিক নয়, সমস্যা মানসিক।’ এর আগে বেলুন উড়িয়ে, ঢোল বাজিয়ে রাজশাহী শাহ মখদুম কলেজ চত্বরে মেলার উদ্বোধন করেন সৈয়দ শামসুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক সনৎ কুমার সাহা, ভাষাসৈনিক আবুল হোসেন, ভারতীয় কবি ও গবেষক সুজিত সরকার, মৃণাল বসু চৌধুরী, কথা সাহিত্যিক শচীন দাশ। পরে ঢোল ও শাঁখ বাজিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা মেলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা চত্বরে এসে শেষ হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend