শ্রীবরদীতে প্রতারক নারীর অভিনব প্রতারনা
তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা : শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের শংকর ঘোষ গ্রামে এক বহুরূপী চরিত্রের অধিকারী, ছলনাময়ী নারীর অভিনব প্রতারনার গ্যাড়াকলে পরে একের পর এক হয়রানীর শিকার হতে বসেছে জনসাধারণ। নিজেকে সেরা সুন্দরী পরিচয় দিয়ে স্বামী থাকার পরও স্বামীর অবর্তমানে একাধিক ব্যাক্তির সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ছে। জানা যায়, শংকর ঘোষ গ্রামের বাসিন্দা মৌলানা আয়ুব আলীর সুন্দরী স্ত্রী মাসুমা আক্তার দীর্ঘদিন যাবত তার স্বামীর বাড়িতে সন্তান পরিজন নিয়ে বসবাস করার সুবাদে বিভিন্ন সময়ে সু-কৌশলে ভালবাসার প্রলোভনে একাধিক ব্যক্তিকে ঘায়েল করে মোটা অংকের অর্থ সহ বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করছেন। মাসুমার মিথ্যা ভালবাসার কৌশলে পড়ে অনেকেই হতাশা গ্রস্থ হয়ে পড়েছেন। আবার অনেকেই সামাজিক মান সম্মানের ভয়ে নিরবতা পালন করছে। তবুও প্রতিকার মিলছে না। ুবিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছ থেকে ব্লেকমেইল করে বিভিন্ন সুবিধা আদায় করে আসছে। একাধিকভূক্তভোগীরা বলেন, প্রতারনা কারী মাসুমার স্বামী আয়ুব আলী চাকুরী করার সুবাদে ঢাকাতে অবস্থান করার কারণে স্বামীর অবর্তমানে বিভিন্ন জনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে । এ বিষয়ে এলাকাবাসী বিভিন্ন সময়ে মোবাইল ফোনে তার স্বামীকে এ বিষয়ে অবগত করলেও অদৃশ্য কারণে তার স্বামী নিরবতা পালন করেন। সূত্র জানায় নিজের সুন্দর চেহারাকে পুজি করে হয়ে উঠেছে রাসী রুপে। আপন দেবর নায়ের আলীর সাথেও ভালবাসার সম্পর্ক স্থাপন করে দীর্ঘদিন যাবত নানা অপকর্মকান্ডে জড়িয়ে পড়েছে বলেও নায়েব আলীর একাধিক স্বজনরা জানায়। শংকর ঘোষ গ্রামের এলাকাবাসী অবিলম্বে মাসুমা কর্তৃক অসামাজিক কর্মকান্ড বন্ধে প্রশাসনের সু-নজর কামনা করছেন।