নারায়নগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে রবিউল ইসলাম (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দুপুর দেড়টায় চাষাঢ়া এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিউল ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকার নয়ন মিয়ার ছেলে। তিনি ঝালমুড়ি বিক্রি করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, রবিউলকে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে।