শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
খাগড়াছড়ি সদরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মনছুর আহমেদ জেলা সদরের টিএন্ডটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, এ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে ছাত্রীর মা জানান, ‘দীর্ঘ দুই বছর ধরে তার মেয়ে স্কুলের প্রধান শিক্ষক মনছুর আহমেদের কাছে প্রাইভেট পড়ে আসছে। গত জুন মাস থেকে তাকে প্রধান শিক্ষক নানা রকম কু-প্রস্তাব দেন ও বিভিন্ন সময় শরীরে হাত দেওয়ার চেষ্টা করে।
সর্বশেষ কোরবানি ঈদের আগে প্রাইভেট পড়ানোর সময় তিনি নিজ রুমে ডেকে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে অন্য মেয়েরা এগিয়ে এলে মনছুর আহমেদ সবাইকে ভয়ভীতি দেখায় এবং কাউকে বলে দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন।