সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ, আহত ১৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরী ও গোপালপুর গ্রামে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সংঘর্ষ থেমে যাবার পর পুনরায় ৪টি বাড়ি এবং বাজারের ১০টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানোরও অভিযোগ পাওয়া গেছে।
গত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গোপালপুর এবং চরকৈজুরী গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর গ্রামের সাবেক চেয়ারম্যান কাইয়ুম উদ্দিন, আয়নাল প্রামানিক এবং গফুর মেম্বারের নেতৃত্বে দেড় শতাধিক লাঠিয়াল বাহিনী লাঠি-সোটা নিয়ে পাশের চরকৈজুরী গ্রামে হামলা চালায়। এ সময় চরকৈজুরী গ্রামবাসী প্রতিরোধ গড়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।