আলালদের নিঃশর্ত মুক্তি চায় বিএনপি
নাশকতার অভিযোগে গ্রেপ্তার যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৬৩ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এ দাবি করেন।
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ ব্রিফিং আয়োজন করা হয়।
রিজভী বলেন, সরকার অন্যায়ভাবে যু্বদল সভাপতি আলালসহ অন্যদের গ্রেপ্তার করেছে এবং তাদের রিমান্ডের আবেদন করেছে। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।
প্রসঙ্গত, শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় থেকে মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে রোববার আলালসহ ৭ নেতাকর্মীর ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।