ভয়াবহ অগ্ন্যুৎপাতে জাপান ধ্বংস হয়ে যাবে!
আগামী ১০০ বছরের মধ্যে যে কোনো সময় ভয়াবহ অগ্ন্যুৎপাত ধ্বংস করে দিতে পারে জাপানকে। একই সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন জাপানিজের প্রাণহানি হতে পারে। -জাপানের কোবে ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এমন তথ্য এক গবেষণা ফলাফলে প্রকাশ করেছেন। খবর এএফপি’র
‘‘একটি ভয়াবহ অগ্ন্যুপাৎ জাপান নামের দেশটিকে বিলুপ্ত করে দিতে পারে এবং এটি মোটেই অতিরঞ্জিত নয়’’, কোবে ইউনিভার্সিটির অধ্যাপক ইয়োশিউকি তাস্যুমি এবং সহযোগী অধ্যাপক কিউকি সুজুকি গত বুধবার প্রকাশিত এক গবেষণাপত্রে এ কথা বলেন।
বিজ্ঞানীরা জানান, তারা গত ১২০০০০ বছরের স্থানীয় অগ্ন্যুৎপাতের স্কেল ও ফ্রিকোয়েন্সী বিশ্লেষণ করেছেন। এবং এই বিশ্লেষণ বলে যে, আগামী ১০০ বছরের মধ্যে ভয়াবহ অগ্ন্যুৎপাতে ১২০ মিলিয়ন জাপানিজের প্রাণহানি হতে পারে।
গবেষণাপত্রে আরও জানানো হয়, ১৯৯৫ সালে ৭.২ মাত্রার এক ভূমিকম্পে জাপানি বন্দর শহর ধ্বংস হয়েছিল। এতে প্রায় ৬,৪০০ জন নিহত এবং সাড়ে চার হাজারেরও বেশি আহত হয়েছিল।
বলা হয়, আগামী ৩০ বছরের মধ্যে কোবে শহর ভূমিকম্পের কবলে পড়বে।
সম্প্রতি এক অগ্ন্যুৎপাতে ৫৭ জনের প্রাণহানি হয়েছে।